অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় টাস্কফোর্স দেখে উল্টে গেল ডিমের মূল্য তালিকা। দুই প্রতিষ্ঠানকে জরিমানা ১ লক্ষ টাকা

  প্রতিনিধি 22 October 2024 , 8:36:31 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স।

আজ ২১/১০/২৪ ইং রোজ সোমবার দুপুরে জেলা শহরের ফারুকি ও জগৎ বাজারে অভিযান চলাকালীন সময়ে টাস্কফোর্স দেখে উল্টে গেল ডিমের মূল্য তালিকা।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। এসময় দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা জানায়, ফারুকি বাজারে ডিমের আড়তদার ইব্রাহিম ট্রেডার্স নিজে পাইকার হয়ে ভুয়া ভাউচার দেখাতে নিজের মালিকানাধীন আরেকটি খুচরা দোকানে ডিম সরবরাহ করতেন। কিন্তু মূল্য জালিয়াতি করে বাড়তি দামে ডিম বিক্রি করছিল গ্রাহকদের কাছে। তার খুচরা দোকানে একটি মূল্য তালিকার সামনে এক রকম মূল্য এবং পেছনে আরেক মূল্য লিখে ঝুলিয়ে রেখেছিলেন। টাস্কফোর্সের অভিযান চলাকালে মুহূর্তেই মূল্য তালিকা বদলে ফেলেন উক্ত দোকানি। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া জগৎ বাজারে অভিযান চালিয়ে মেসার্স শাহ আমানত ট্রেডার্স নামে একটি পেঁয়াজ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রয় রশিদ ছাড়াই মৌখিকভাবে পেঁয়াজের দাম নির্ধারণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন-ই অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। সরকারি বন্ধের দিনেও এই অভিযান চলবে। এর ফলে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানান তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ