প্রচ্ছদ » অন্যান্য » লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
লেঃ কর্ণেল পদে পদোন্নতি পেলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রতিনিধি
29 October 2024 , 6:03:59
প্রিন্ট
সংস্করণ

মহসিন রেজা
প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বাংলাদেশের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। গত ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশনস ১৯৪০- এর চ্যাপটার III ও এ্যাপেন্ডিক্স VII এবং বাংলাদেশ আর্মি রেগুলেশনস (রুলস) এর রুল ২৩৭ অনুযায়ী পদোন্নতির তারিখ (২৪ ডিসেম্বর ২০২০) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- এ প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মেজর পদবীর কর্মকর্তাকে লেঃ কর্ণেল পদে পদোন্নতি প্রদান করা হয়।
আজ ২৮ অক্টোবর ব্রিগেডিয়ার জেনারেল মিজান, ডিজি, বিএনসিসি ও লেঃ কর্ণেল কাদের রেজিমেন্ট কমান্ডার, রমনা রেজিমেন্ট প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
উল্লেখ্য তিনি ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারী থেকে প্রি কমিশন কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি রমনা রেজিমেন্টে ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে গ্রেড-১ প্রফেসর। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রথম প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন।তিনি বাংলাদেশের শিক্ষকতায় এক অনন্য ভূমিকা রেখেছেন, লেঃকর্নেল আহসান কলিমুল্লাহ,সাংবাদিক মহলে তার অবদান ছোট করে দেখার সুযোগ নাই। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)কেন্দ্রীয় কমিটির একজন উন্নতম উপদেষ্টা, বিশেষ করে নওগাঁ জেলা শাখার বিভিন্ন বিষয়ে সৎ উপদেশ দিয়ে, সাংবাদিকদের সঠিক পথে পরিচালনার পদ প্রদর্শক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই পদন্নোতিতে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(BMUJ)নওগাঁ জেলা শাখার পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার মত একজন মানুষ এদেশের জন্য বড় প্রয়জন।জাতীয় দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার পক্ষে তার দীর্ঘ আয়ু কামনা করি।