প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৭:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:১২ পি.এম
মনিরামপুরে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর যশোর প্রতিনিধি
মনিরামপুরের নেহালপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। মঙ্গলবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে যশোরের বাঘারপাড়া উপজেলার মোঃ মাহবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাহবুবুরের বিরুদ্ধে নেহালপুরে মৎস্য ঘেরে মুরগীর বিষ্ঠা বিক্রির অভিযোগে ওই দন্ড প্রদান করা হয়। নেহালপুর পুলিশ ক্যাম্পের এ এস আই সাইফুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাজিতপুর গ্রাম থেকে পিকআপসহ মাহবুবুরকে আটক করে নেহালপুর নিয়ে আসা হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজার উপস্থিতিতে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.