অন্যান্য

সালথার সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর গ্রেপ্তার

  প্রতিনিধি 12 November 2024 , 10:50:20 প্রিন্ট সংস্করণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান।

ওসি আতাউর রহমান বলেন, ‘ওয়াদুদ মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের কাসেম বেপারী হত্যা মামলার প্রধান আসামি

এ ছাড়াও তার নামে আরো ১৫টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকা থেকে একটি বাসে করে ফরিদপুর আসছেন। পরে রাত দেড়টার দিকে ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা টোলপ্লাজায় ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরো বলেন, ‘আজ মঙ্গলবার সকালে কাসেম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়াদুদ মাতুব্বরকে আদালতে পাঠানো হয়েছে।

কাসেম বেপারী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ইমামবাড়ি মেলার মধ্যে সঙ্গে থাকা এক তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় কাশেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন বখাটে তরুণ। এ সময় চাইনিজ কুঁড়ালের আঘাতে মিলন (৩২) নামে অপর এক যুবক আহত হন। নিহত কাশেম উপজেলার গট্টি ইউনিয়নের মধ্যবালিয়া গ্রামের গেদা বেপারীর ছেলে। আহত মিলনও একই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ