অন্যান্য

ভূল্ল থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

  প্রতিনিধি 17 November 2024 , 8:46:26 প্রিন্ট সংস্করণ

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

 ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এর সাথে ভূল্লী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাত ৮টায় ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন ও মাদক নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করতে চাই। তবে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাই আমি আপনাদের সবার সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করতে চাই।
এ সময় তিনি মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ভূল্লী থানা প্রেসক্লাবের সভাপতি বাংলা টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক দৈনিক বর্তমান কথার ঠাকুরগাঁও প্রতিনিধি শাহীন আলম, দপ্তর সম্পাদক দৈনিক স্বাধীন ভোর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি বেলাল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক ঢাকার ডাক পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রাজু রানা, নুর ইসলাম প্রমূখ।
এর আগে নবাগত ওসি সাইফুল ইসলাম সরকার ঠাকুরগাঁও ডিবিতে ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর অফিসার ইনচার্জ হিসাবে ভূল্লী থানায় যোগদান করেন।
তিনি নাটোরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ