অন্যান্য

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন।

  প্রতিনিধি 20 September 2024 , 2:41:28 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু হোসাইন ক্রাইম রিপোর্টার কুষ্টিয়া 

কুষ্টিয়া মিরপুরে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার এবার পদ্মার ভাঙনে বিলীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে টাওয়ারটি নদীতে ভেঙে পড়ে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

 

টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না। তিনি বলেন, এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

 

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান দৈনিক দেশেরপত্রকে জানান, জিও ও টিউব ব্যাগ ফেলেও টাওয়ারটি রক্ষা করা যায়নি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় আরও ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। মিরপুর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র হচ্ছে।

মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা দৈনিক দেশেরপত্রকে বলেন, টাওয়ারটি ভেঙে পড়ার খবর শুনেছি। তবে এতে জাতীয় বিদ্যুৎ সঞ্চালনে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ভাঙন থেকে ফসলি মাঠ ও বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ