প্রতিবেদকঃ অনিক
দীর্ঘ ১৪ বছর পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন মোট ভোটারের ১৬৭১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবেন
১৬ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দী করছেন। সভাপতি পদে দুই জন সভাপতি প্রার্থী আমিনুর রহমান এর প্রতিক হরিণ, অপর সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা বাঘ প্রতিক।
সাধারণ সম্পাদক প্রার্থী মজনু সরদার এর আনারস প্রতিক ও কাজী ওহিদুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী ছাতা প্রতিক নিয়ে
শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা আদায়ের প্রতিশ্রুতিসহ নির্বাচন পরবর্তী সকল সুযোগ সুবিধা ও বিপদ আপদে পাশে থাকতে ওয়াদা করেছেন সকল প্রার্থিরা । কিন্তু সাধারণ ভোটারদের অভিমত দীর্ঘ ১৪ বছর শ্রমিক ভায়েরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল, তাই তারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিবে। শ্রমিক কল্যাণে যে বা যারা কাজ করবে তারা এবার ভোটে নির্বাচিত হবে।
সাধারণ সম্পাদক প্রার্থী মজনু সরদার বলেন, এই ইউনিয়নে দীর্ঘদিন ভোট না করে যারা ক্ষমতাই ছিল শ্রমিক ভায়েরা তাদেরকে বিতাড়িত করে নির্বাচনের ব্যবস্থা করেন। এই ভোট সচ্ছ ও নিরপেক্ষ ভাবে ভোট প্রদান করেছেন সকল ভোটাররা, কারণ দীর্ঘদিন শ্রমিকরা ভোট থেকে বঞ্চিত ছিল এমনকি তাদের সকল অধিকার বঞ্চিত ছিল।
তিনি আরো বলেন ভোটারদের ভালো বাসায় সিক্ত হয়ে আমি আনারস প্রতিক নিয়ে বিজয়ী হবো ও ভোটারদের সম্মানে আমি ব্যপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়সহ সর্ব সময় পাশে থাকব এবং সার্বিক সহযোগিতা করব ও তাদের সুখ দুঃখ এর পাশে থাকব।
শনিবার সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট প্রয়োগ করেছেন প্রার্থিরা ।
উল্লেখ, দীর্ঘ ১৪ বছর পর ট্রাক শ্রমিক ইউনিয়ন এর ভোট হচ্ছে উৎসব মূখর, কারণ ১৪ বছর এই শ্রমিক সংগঠন এর ভোট না হওয়ায় শ্রমিক সেবা ও অধিকার বঞ্চিত ছিল। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলমগীর কবির সংবাদ মাধ্যম কর্মিকে বলেন দীর্ঘদিন পরে ভোটাররা ভোট দিতে পেরে খুব খুশি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থী কে নিরবিগ্নে ভোট প্রদান করেছে । ভোট শেষে এখনো গননার কাজ চলছে,