অন্যান্য

কুড়িগ্রামে ৪ ইটভাটার ৬ লক্ষ টাকা জরিমানা

  প্রতিনিধি 8 January 2025 , 4:01:14 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

 

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে ৮ জানুয়ারি (বুধবার) সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ীতে অবস্থিত ৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এসময় ৫ (২) ধারা ভঙ্গ করে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেখে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে ফুলবাড়ির চন্দ্রখানায় অবস্থিত কে এম ব্রিকস নামক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা, কাশিপুরে অবস্থিত ডব্লিউ এ এইচ ব্রিকসকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, আজোয়াটারিতে অবস্থিত এবি ব্রিকস এবং এম এস এইচ ব্রিকস দুইটির প্রত্যেককে দুই লক্ষ টাকা অর্থাৎ সর্বমোট চারটি ইটভাটাকে ছয় লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

 

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ