প্রতিনিধি 9 January 2025 , 11:51:14 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
আসন্ন গাজীপুর জেলা কর্মী সম্মেলন সফল করতে শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির ও পৌর আমীর ডাঃ আনিসুজ্জামান এর নেতৃত্বে মিছিলে অংশ নেন পৌর ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জামায়াত নেতা আক্তারুজ্জামান মোল্লা, ডাঃ আজিজুল হক ও মোবারক হোসেন শ্যামল প্রমুখ।
বক্তারা কর্মী সম্মেলনের তারিখ, সময় ও স্থান সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং সকলের অংশগ্রহণের আহ্বান জানান।