অন্যান্য

পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টা: মারপিটে আহত-৩

  প্রতিনিধি 9 January 2025 , 12:45:58 প্রিন্ট সংস্করণ

 

নাজমুল হোসেন সানা (পাইকগাছা,খুলনা)

 

 

পাইকগাছায় মৎস্য ঘের দখল চেষ্টায় বাঁধা দিলে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শ্যামনগরে এ অবৈধ দখল চেষ্টা ও মারপিটের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভতি করা হয়েছে।

 

উপজেলার বিরাশীর আমির আলী গাজীর ছেলে মৎস্য ঘের মালিক আবু হানিফ জানান, শ্যামনগর মৌজায় বিভিন্ন দাগ -খতিয়ানের ৬০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। এ ঘের নিয়ে শ্যামনগরের মোনছোপ সানার ছেলে মুজিবর সানা গংদের সাথে বিরোধ চলে আসছিল। তিনি অভিযোগ করেন বিরোধের সুত্র ধরে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মুজিবর সানার ইন্ধনে প্রতিপক্ষরা বহিরাগত লোক নিয়ে বেআইনী ভাবে ঘের দখল চেষ্টা চালিয়ে বাসাবাড়ি ও মালামাল ভাংচুর করে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটায়। খবর পেয়ে বাঁধা দিলে প্রতিপক্ষদের হামলা-মারপিটে ঘের কর্মচারী মামুন মোড়ল(৩৫)সহ ৩ জন আহত হয়েছে।

 

এ ঘটনায় ঘের মালিক আবু হানিফ গাজী বাদী হয়ে প্রতিপক্ষ মুজিবর সানা(৫৫) নওয়াব মোড়লের দু’ছেলে হাফিজুল মোড়ল(৩৭) ও বিল্লাল মোড়ল(৪৬) সাদের মোড়ল( ৫৭) তার ছেলে মিন্টু (৩৪) এর বিরুদ্ধে থানায় এজহার দাখিল করেছেন। এ বিষয় মুজিবর রহমান সানা জানান, আমাদের জমিতে আমরা জরিপ করছিলাম। তখখন প্রতিপক্ষরা আমার লোকজনকে মারপিট করে আহত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি মোঃ সবজেল হোসেন জানান, চিংড়ি ঘেরের জমির বিরোধে দু’পক্ষের মারপিটের ঘটনায় এক পক্ষের এজাহার পেয়েছি। তিনি তদন্তপুর্বক আইনগত পদক্ষেপের কথা বলেছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ