অন্যান্য

লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

  প্রতিনিধি 12 January 2025 , 8:39:31 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও দণ্ডিত সদস্যদের পুনর্বহালসহ ৩ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তখনকার আদালতের আদেশের কার্যকারিতা সম্পূর্ণরুপে বাতিল এবং বিডিআর নাম পুনঃস্থাপনের দাবি জানিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

 

রোববার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় বক্তব্য রাখেন বিডিআর সুবেদার ইসমাইল হোসেন, জহির উদ্দিন ও সৈনিক ইসমাইল হোসেনসহ চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

 

সুবেদার ইসমাইল হোসেন ও জহির উদ্দিন জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অবৈধ আইন পাশ করে প্রহসনের বিচারের মাধ্যমে নির্দোষ সদস্যদের চাকরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির পাশাপাশি সব পর্যায়ের সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর সদস্যরা ১৬ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে এবং ইতোমধ্যে হতশাগ্রস্ত কিছু সদস্য মৃত্যুমুখে পতিত হয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ