অন্যান্য

ঠাকুরগাঁওয়ে শুরু হলো,মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

  প্রতিনিধি 13 January 2025 , 2:37:42 প্রিন্ট সংস্করণ

 

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পিতা প্রয়াত মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করেছে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল।

 

সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, মাদকমুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার প্রয়োজন। আমি বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন একটি খেলার আয়োজন করার জন্য।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাংসদ সদস্য ছিলেন। ছাত্রদলের এমন আয়োজনে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। আগামীতে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে আবারও একটি টুর্নামেন্ট এর আয়োজন করা হবে।

 

এসময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সায়েদ এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় এর পরিচালনায় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আলহাজ্ব সৈয়দ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন তোফায়েল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

গলাচিপায় চরবাংলার প্রকৃত ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

বরিশালে ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের লাঠি মিছিল

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি শিগগির, ৮ সদস্যর কমিটি গঠন

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

সেপটিক ট্যাংকে পেলো নিখোঁজ শিশুর মরদেহ

ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি মুক্তির সংখ্যা কত?

                   

জনপ্রিয় সংবাদ