অন্যান্য

পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত১-নি*হত-২

  প্রতিনিধি 13 January 2025 , 2:40:27 প্রিন্ট সংস্করণ

 

নাজমুল হোসেন সানা (পাইকগাছা, উপজেলার)

 

পাইকগাছায় দুই মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্বক আহত হয়েছে। খুলনায় উন্নত চি‌কিৎসার জন্য নেয়া হ‌লে পথে ০২ জন নি*হত হয়েছে।

 

পাইকগাছার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে আসছিলো। প‌থিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ী ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়।

 

খুলনা যাওয়ার প‌থে আহত রুহুল আমিন ও ফিরোজ মারা গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ