অন্যান্য

দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তুল, গুলিসহ স্বামী-স্ত্রী আটক 

  প্রতিনিধি 15 January 2025 , 4:57:12 প্রিন্ট সংস্করণ

 

মোঃ জীবন শেখ, জেলা প্রতিনিধিঃ

 

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তুল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার সহযোগী স্ত্রী কমেলা বেগমকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোর রাতে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে এদেরকে আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সুত্রে জানান, হত্যা মাদক ও অস্ত্রসহ একাধীক মামলার এজাহার নামীয় আসামী আনোয়ার অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত্বে সেনাবাহিনীর সদস্যরা তাকে ধরতে অভিযান চালায়। এসময় বাড়ীঘিরে আনোয়ারকে আটক করা হয়। এবং আনোয়ারের বাড়ী তল্লাসী চালিয়ে তার শয়ন কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনোয়ারের অপরাধ কর্মকান্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নিয়ে আসে সেনাসদস্যরা। প্রাথমিক জিঞ্জাসাবাদে আনোয়ার সীমান্তবর্তী এলাকার অস্ত্র মাদক ও চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে। আটককৃতদের অস্ত্র আইনে মামলাসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলেও সেনা ক্যাম্পসুত্রে নিশ্চিত করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনোয়ার দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত, অর্থের চুক্তিতেও তিনি হত্যাসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে থাকে। এসব অপরাধে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, দৌলতপুরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তুল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার সহযোগী স্ত্রী কমেলা বেগমকে আটক করেছে সেনাবাহিনী। দৌলতপুর থানায় এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ইসলামিক অলিম্পিয়াডের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে ছায় হলেও অক্ষত রয়েছে মহাগ্রন্থ আল-কোরআন। 

ঢাকা সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড

পাকিস্তানে রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২১