আন্তর্জাতিক

“বিদায়ী ভাষণে বাইডেন” যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে

  প্রতিনিধি 16 January 2025 , 7:19:12 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে এ কথা বলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন আগে গোষ্ঠীশাসন নিয়ে মন্তব্য করলেন বাইডেন। তাঁর মতে, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যা দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি।

 

 

বাইডেন বলেন, ‘বিপুল সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি নিয়ে একটি গোষ্ঠীর শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।’

 

এসময় মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দেশবাসীকে যেকোনো অপশক্তি রুখে দেয়ার আহ্বান জানান বাইডেন। মার্কিন নাগরিকদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও সতর্ক করেন ডেমোক্র্যাট এই নেতা। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানান তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ