অপরাধ

কিশোরগঞ্জে ভুয়া  মানবাধিকার সংস্থার ৯ জন গ্রেফতার

  প্রতিনিধি 16 January 2025 , 1:29:40 প্রিন্ট সংস্করণ

 

নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে মানবাধিকার আইনি সহায়তা কেন্দ্র নামে পরিচালিত একটি ভূয়া সংগঠনের প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ৯ জনের মধ্যে এস এম ফারুক (৬৮) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এলংজুড়ি এলাকার মো. রমজান আলীর ছেলে, মো. জালাল উদ্দিন (৭০) কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার মৃত মো. নাছির উদ্দিন বেপারীর ছেলে, মো. সবুজ মিয়া (৪৫) করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া এলাকার ইচব আলীর ছেলে, মো. আরিফুল আউয়াল (৩৪) শহরের শোলাকিযা নীলগঞ্জ রোড এলাকার মো. আব্দুল আউয়ালের ছেলে, মো. আল মামুন (৪০) কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকার মৃত আবু তাহেরের ছেলে, মো. লিটন মিয়া (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার বাদে শোলাকিয়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে, আজিজুল হক মাসুদ (৪৫) বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকার ওমর ফারুকের ছেলে, জাহাঙ্গীর আলম (৫০) শহরের চরশোলাকিয়া নীলগঞ্জ রোড এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও মো. এনামুল হক (৪৫) শহরের তারাপাশা এলাকার মো. শামছুল হকের ছেলে।

বুধবার, ১৫ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পশ্চিম তারাপাশ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিক দের বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার) জুয়েল চাকমা।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

S/KS

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ