জনতার দাবী

বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  প্রতিনিধি 16 January 2025 , 5:39:40 প্রিন্ট সংস্করণ

রিটন কুমার নাথ 

 বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।
 দুপুরের দিকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কলেজের অধ্যক্ষে নুরুল আবছারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করে।
 বান্দরবান সরকারি কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যাই কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম করে আসছে। শিক্ষার্থীরা বলেন কলেজে পরিবহন খরচ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ৪ থেকে ৫শত টাকা করে নেওয়া হলেও কিন্তু শিক্ষার্থীরা নিয়মিত গাড়িতে উঠতে পারছে না। তাছাড়া যেসব শিক্ষকরা কলেজের শিক্ষা কার্যক্রম ভালোভাবে করে সেসব শিক্ষককে অধ্যক্ষ সু কৌশলে বহিষ্কার করেন।
 বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও আত্মসাৎ করে বলে জানাই শিক্ষার্থীরা।
 শিক্ষার্থীদের বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বান্দরবান সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। তিনি এ ঘটনা সুষ্ঠু বিচারের আশ্বাসসহ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি গুলো লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীদের।
এই সময় বান্দরবান সরকারি কলেজের দুর্নীতি ও অনিয়ম বন্ধসহ শিক্ষা ব্যবস্থা উন্নতি হওয়ার জন্য কলেজের অধ্যক্ষকে অপসারণের জোর দাবি জানান শিক্ষার্থীরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ