অপরাধ

পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় দুই ইউপি সদস্য রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে

  প্রতিনিধি 17 January 2025 , 6:31:36 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন সানা (পাইকগাছা,খুলনা)

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরি মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য আলা উদ্দিন গাজী(৫৫) ও গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হারুনর রশিদ হিরু(৪৭) কে ২ দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে আসার এম সংবাদ পেয়ে ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীদের ১০ টি মোটর সাইকেল ও মাইক্রো বাস ভাংচুর, নেতা কর্মদের মারপিট করে আহত করে। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪।

ওই মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আলাউদিন গাজী ও গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হারুনর রশীদ হিরু এজার নামীয় আসামি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী ও হিরু নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। শুক্রবার দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এসএ পরিবহনের কার্গো থেকে ৪০ লক্ষ টাকার  ভারতীয় মালামাল আটকঃ

গাজীপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে কালীগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

নওগাঁর মান্দায় মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

” ঢাকা সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা “

“সাভারে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার. আটক ১”