আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রোববার বন্ধ হওয়ার মুখে টিকটক

  প্রতিনিধি 18 January 2025 , 6:03:33 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে আগামী রোববার থেকে বন্ধ হয়ে যেতে পারে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে টিকটকের একটি আপিল বাতিল হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। টিকটক নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দেবে তারা।

 

উল্লেখ্য, ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

সুপ্রিম কোর্টের বিচারকেরা শুক্রবার রুল দেন কংগ্রেসের পক্ষ থেকে চীনা অ্যাপ মালিক বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রির জন্য যে আইন করা হয়েছে, তা যুক্তরাষ্টোর বাক্‌স্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করে না।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চাপ দিয়ে আসছে। টিকটক কর্তৃপক্ষের পক্ষ থেকে এ নিয়ে আপিল করা হয়। গত বছর বাইটড্যান্সকে মার্কিন কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়। কিন্তু তা করা হয়নি।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার সুপ্রিম কোর্ট টিকটক নিষিদ্ধের আইনটি বহাল রেখেছেন। এ ক্ষেত্রে ৯ জন বিচারক সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন।

 

আদালত মতামত দেন, ১৭ কোটি যুক্তরাষ্ট্রের নাগরিকের জন্য টিকটক স্বতন্ত্র এবং সম্পৃক্ততার মাধ্যম। কিন্তু কংগ্রেস দেখেছে, এর ডেটা সংগ্রহের পদ্ধতি এবং বিদেশি প্রতিপক্ষের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ রয়েছে।হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না। অন্যদিকে টিকটককে নিষেধাজ্ঞায় বিরোধিতা করা ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণ করবেন।

 

ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের রুশ প্রত্যাশিত ছিল। সবার একে সম্মান জানানো উচিত। শিগগিরই টিকটক বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

 

ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার তাঁর সঙ্গে টিকটকসহ নানা বিষয়ে কথা বলেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে