আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেকে মুসলিম দেশগুলোর ওপর কঠোর হওয়ার শঙ্কা

  প্রতিনিধি 23 January 2025 , 11:02:28 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম কার্যক্রম হিসেবে মুসলিমপ্রধান দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের পরিকল্পনা করেছেন। ২০১৭ সালে ট্রাম্প প্রথম এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। নতুন নির্বাহী আদেশের আওতায় তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

 

 

নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কয়েকটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রত্যাখ্যান এবং এরইমধ্যে প্রবেশ করা ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হতে পারে। যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের সংস্কৃতি বা নিরাপত্তার প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করবেন, তাদের ভিসা বাতিল করা হবে। ২০২১ সালের জানুয়ারি থেকে নতুন ভিসাগুলোর জন্য কঠোর নিয়ম প্রবর্তিত হতে পারে, যা অনেকেই উদ্বেগের সঙ্গে দেখছেন।নির্বাহী আদেশে মুসলিম দেশগুলোর নাগরিকদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি)। এ ছাড়া ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (এনআইএসি) জানিয়েছে, এ আদেশ যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে বিচ্ছিন্ন করতে পারে। একইসঙ্গে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা কমবে।

 

 

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ নিরাপত্তার জন্য হুমকি মনে করা দেশগুলোর নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবেন। এ ছাড়া, সাম্যবাদী, মার্ক্সবাদী এবং সমাজতান্ত্রিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ করবেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে