অপরাধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত শিক্ষার্থীর লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ‘রহস্য’

  প্রতিনিধি 24 January 2025 , 6:24:50 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুল শিহাব নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলে লুকানো হচ্ছিল। পরে জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানানো হয়। তাঁকে ‘ফিজিক্যাল অ্যাসল্টেড ব্রট ডেথ’ হিসেবে পেয়েছেন। শরীরের বাইরের অংশে বড় কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেড়চণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।

 

শিমুল শিহাব ঠিক কীভাবে মারা গেছেন, সেটি এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান দাবি করেছেন, সড়ক দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে শিমুল তাঁর মেয়ে বন্ধুকে নিয়ে সায়েন্স ভবনের দিকে বসে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে প্রক্টর দপ্তরের গাড়ি দেখে তাঁরা বাইক নিয়ে পালাতে যান। এ সময় ওই যুবক রাস্তায় পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এরপর রামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

 

 

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, ‘যখন ওই ছেলেকে নিয়ে আসে, তখন তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালু লেগে ছিল। ওই সময় রোগীর পালস বা বিপি কোনোটাই ছিল না। পরে তাঁকে আমরা রামেকে রেফার করে দিই।’

 

এ বিষয়ে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজ সকালে প্রথম আলোকে বলেন, নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তাঁরা মৌখিকভাবে দাবি করেছেন, তাঁকে মারধর করে মারা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁরা মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নিহতের লাশে কোনো মারধর, ছেড়া-ফাঁটা কিংবা ক্ষতের দাগ পাওয়া যায়নি। তাই সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

 

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জেলা থেকে আরও পড়ুন

মরদেহ উদ্ধাররাজশাহীরাজশাহী বিভাগরাজশাহী বিশ্ববিদ্যালয়

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আরও পড়ুন

এক যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

১৪ ঘণ্টা আগে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে হামলায় সাবেক ৩ শিক্ষার্থী আহত

২৩ জানুয়ারি ২০২৫

‘দুই তরুণের প্রেমঘটিত দ্বন্দ্ব’ থেকে রাজশাহীতে সমন্বয়কের ওপর হামলা

২৩ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক আহত

২২ জানুয়ারি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, স্থগিত আবেদন কবে শুরু, যা বলছে প্রশাসন

২১ জানুয়ারি ২০২৫

ঢাকায় ‘আদিবাদী ছাত্র-জনতার’ ওপর হামলার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

২০ জানুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

১৮ জানুয়ারি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতার’ ওপর হামলার প্রতিবাদে মশালমিছিল

১৭ জানুয়ারি ২০২৫

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, ‘যখন ওই ছেলেকে নিয়ে আসে, তখন তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালু লেগে ছিল। ওই সময় রোগীর পালস বা বিপি কোনোটাই ছিল না। পরে তাঁকে আমরা রামেকে রেফার করে দিই।’

 

এ বিষয়ে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজ সকালে প্রথম আলোকে বলেন, নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তাঁরা মৌখিকভাবে দাবি করেছেন, তাঁকে মারধর করে মারা হয়েছে। ময়নাতদন্তের পর তাঁরা মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। নিহতের লাশে কোনো মারধর, ছেড়া-ফাঁটা কিংবা ক্ষতের দাগ পাওয়া যায়নি। তাই সুনির্দিষ্টভাবে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ