আন্তর্জাতিক

ভারতে ‘লাড্ডু উৎসর্গের’ সময়ে ভাঙল মঞ্চ, নিহত ৭

  প্রতিনিধি 28 January 2025 , 11:46:24 প্রিন্ট সংস্করণ

 

নিউজ ডেস্ক

 

ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে প্রাণ গেছে অন্তত ৭ জনের। মঞ্চের ধ্বংসাবশেষের নিচে অন্তত ৫০ জন চাপা পড়েছেন বলেও জানা গেছে।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশের বাগপতে প্রতি বছরই পালিত হয় ‘জৈন নির্বাণ’ উৎসব। সেই অনুষ্ঠানের অন্যতম অংশ হলেঅ ‘লাড্ডু মহোৎসব’। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি হয় এই অনুষ্ঠানের মঞ্চ। জৈন সন্তরাও হাজির থাকেন এই অনুষ্ঠানে।

 

 

মঙ্গলবার অনুষ্ঠান চলাকালীন ভগবান আদিনাথের উদ্দেশে লাড্ডু উৎসর্গ করা হচ্ছিল। মঞ্চে ছিলেন বেশ কয়েকজন জৈন সাধু। সেই সময়েই মঞ্চে উঠে পড়েন অন্তত ১০০ জন ভক্ত। প্রবল ভিড়ের চাপে হুড়মুড় করে ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ।এতে অন্তত ৫০ জন মঞ্চের নিচে চাপা পড়েন বলে স্থানীয় সূত্রের খবর। তার মধ্যে অন্তত ৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ১০৮টি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয় ঘটনাস্থলে।

 

অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়া হয়েছে।উল্লেখ্য, গত ৩০ বছর ধরে জৈন ধর্মের এই অনুষ্ঠানটি চলে আসছে। এবার সেখানেই এমন দুর্ঘটনা ঘটল।উল্লেখ্য, গত ৩০ বছর ধরে জৈন ধর্মের এই অনুষ্ঠানটি চলে আসছে। এবার সেখানেই এমন দুর্ঘটনা ঘটল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে