আন্তর্জাতিক

দরিদ্র দেশগুলোতে জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

  প্রতিনিধি 29 January 2025 , 6:23:08 প্রিন্ট সংস্করণ

এইচ আই ভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করছে দেশটি।এ সংক্রান্ত একটি মেমো পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠিকাদার এবং অংশীদার যারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সঙ্গে কাজ করে, তারা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পেতে শুরু করেছে।প্রতিবেদন মতে, গত ২০ জানুয়ারি ট্রাম্প কার্যভার গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ; যখন কর্মসূচিগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএআইডির সাথে বিশ্বব্যাপী বিভিন্ন অবস্থার জন্য ওষুধ সরবরাহের বিষয়ে কাজ করে।

ইউএসএআইডির একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।
ইউএসএআইডি-এর প্রাক্তন স্বাস্থ্য প্রধান অতুল গাওয়ান্দে বলেছেন,

এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটি আজ বন্ধ হয়ে গেছে।

তবে কেমোনিক্স এবং ইউএসএআইডি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে