সারাদেশ

পর্দা উঠল কলকাতা আন্তর্জাতিক বইমেলার, নেই বাংলাদেশ

  প্রতিনিধি 29 January 2025 , 12:24:47 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

পর্দা উঠল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শহরের সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার আন্তর্জাতিক এই আয়োজনের থিম কান্ট্রি জার্মানির রাষ্ট্রদূত ছাড়াও মেলার আয়োজকরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে এবার কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ। উদ্বোধনী দিনে বাংলাদেশি প্যাভিলিয়ন খুঁজে না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন।ডিজিটালের প্রভাব বাড়লেও বইয়ের প্রভাব কমেনি। বই হৃদয়কে সাজায়। তাই বেশি বেশি বই পড়ুন। ৪৮তম কলকাতা বই মেলার উদ্বোধনী ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।মঙ্গলবার কলকাতার সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রীতি মেনে ৪৮ বার টেবিলে পরপর হাতুড়ি পিটিয়ে বই পাবর্ণের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বাড়িতে বই সাজানো থাকে না কী রকম কী রকম যেন একটা মনে হয়। বই হচ্ছে একটা হৃদয়র ডেকোরেশন।’কলকাতা বই মেলায় এবার নেই বাংলাদেশের প্যাভিলিয়ন। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ, কলকাতা বইমেলার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অংশগ্রহণ করে। তবে এবার মেলায় বাংলাদেশ না থাকায় অনেক পাঠকই আশাহত হয়েছেন।

 

এবারের মেলার থিম কান্ট্রি জার্মানি। এছাড়াও পেরু, স্পেন, যুক্তরাষ্ট্র, নেপাল ছাড়াও ৮টি দেশ অংশ নিয়েছে। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ