অন্যান্য

আমতলীতে শ্রমিক ধর্মঘট পথে পথে ভোগান্তি। অর্ধ লক্ষ মানুষ দুর্ভোগে।

  প্রতিনিধি 29 January 2025 , 2:36:04 প্রিন্ট সংস্করণ

 

নূরুল হক লিটন (বরগুনা)প্রতিনিধিঃ

চলমান আঞ্চলিক বাস শ্রমিকদের ধর্মঘটে দক্ষিণাঞ্চলের অর্ধ লক্ষ মানুষ দুর্ভোগের স্বীকার হয়েছেন। বুধবার পথে পথে ভোগান্তিতে পরেছেন তারা। দ্রæত শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের দাবী জানিয়েছেন যাত্রীরা।

জানাগেছে, বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে হাফ ভাড়ায় বহন না করায় জের ধরে বরিশাল বাস স্ট্যান্ডে গাড়ী ভাংচুর ও শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আঞ্চলিক পরিবহন বাস শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়। বুধবার সকাল থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা, তালতলী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে যাত্রীরা তাদের গন্তব্য স্থানে যেতে নানা সমস্যার সম্মুখিন হয়েছেন। এতে ভোগান্তিতে পরেছে দক্ষিণাঞ্চলের অর্ধ লক্ষ মানুষ। নিরুপায় হয়ে কুয়াকাটা, পটুয়াখালী, আমতলী ও তালতলীর যাত্রীরা বিকল্প উপায় টেম্পু ও মাহেন্দ্র গাড়ীতে গন্তব্য স্থানে চলাচল করছেন। অনেক যাত্রীদের গাড়ীর জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষ করতে হয়েছে। এদিকে এ সুযোগে অটো, মাহেন্দ্র গাড়ী ও মোটর সাইকেল চালকরা দ্বিগুন ভাড়া আদায় করছে।

সরেজমিনে ঘুরে দেখাগেছে, পটুয়াখালী-কুয়াকাটা,আমতলী, তালতলী সড়কে আঞ্চলিক পরিবহন চলাচল করছে না। যাত্রীরা নিরুপায় হয়ে মাহেন্দ্র, অটোরিক্সা ও মোটর সাইকেলে গন্তব্যে যাচ্ছেন।

নারী যাত্রী তানিয়া বলেন, দুই সন্তান নিয়ে সুবিদখালী যেতে তালতলী থেকে অনেক কষ্টে আমতলী এসেছি। কিন্তু এসে দেখি গাড়ী নেই। নিরুপায় হয়ে মাহেন্দ্র গাড়ীতে অতিরিক্ত ভাড়া দিয়ে পটুয়াখালী যাচ্ছি। যাত্রী সজীব মাহমুদ বলেন, ভোলায় যাব কিন্তু সড়কে কোন গাড়ী নেই। এখন ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে।

যাত্রী রশিদ বিন সুমন বলেন, ইনপোর্ট এক্সপোর্টের ব্যবসায়ী কাজে পায়রা বন্দরে এসেছিলাম। কাজ শেষ করে বেনাপোলে যাব কিন্তু সড়কে গাড়ী না থাকায় বেশ ভোগান্তিতে পরেছি। কিভাবে যাব না নিয়ে ভাবছি? বাস চালক আবু তাহের ও জয়নাল মিয়া বলেন, যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে বাস চালিয়ে কি হবে? একটু কিছু হলেই ছাত্র ও যাত্রীরা মারধর ও গালাগালি করে। জীবনের নিরাপত্তা নিশ্চিত হলেও গাড়ী চালাবো।

বরগুনা বাস মিনিবাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল বলেন, শ্রমিকরা ধর্মঘট ডেকেছেন তাই সড়কে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধান হলেও সড়কে গাড়ী চলাচল শুরু করবে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, সড়কে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কোথাও কোন সমস্যা নেই।

আরও খবর

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

ধর্ষকদের ফাঁসির দাবিতে কলমাকান্দায় মানববন্ধন

বকেয়ার কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন, কিশোরগঞ্জের ২ হাসপাতালে

উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উদয়ের উপর হামলাকারি ১নং আসামি মোজাম্মেল খাঁন   গ্রফতার

মনিরামপুরের ভবদহে বানভাসি মানুষের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ 

                   

জনপ্রিয় সংবাদ