অপরাধ

মনিরামপুরে কলেজ পড়ুয়া যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি 29 January 2025 , 4:10:25 প্রিন্ট সংস্করণ

 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

 

মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া এক যুবক আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম মোজাহিদ হোসেন জিহাদ (২০)। সে উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের মোঃ গোলাম আহম্মেদের পুত্র। মঙ্গলবার রাতে শোবার ঘরের বাঁশের আড়ার সাথে শাড়ী পেঁচিয়ে জিহাদ আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবার। উদ্ধারের পর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিহাদ মশিয়াহাটী ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচ,এস,সি পাস করে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। সে স্থানীয় একটি বøাড ডোনেশান গ্রæপের সদস্যও ছিল। অপমৃত্যু মামলা ও তার পরিবার সূত্রে জানা যায়, সে মানসিক বিকারগ্রস্থ ছিল। আত্মহত্যার খবর পেয়ে মনিরামপুর থানার এসআই মোঃ একরামুল হুদা ঘটনাস্থলে এসে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠান। ঘটনার ব্যাপারে তিনি জানান, পুলিশ রিপোর্ট ছাড়া লাশ হাসপাতাল থেকে বাড়িতে ফেরত নেয়া ও লাশের সুরতহাল রিপোর্ট সন্দেহজনক হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ