খেলার খবর

লক্ষ্মীপু‌রে বামনী আদর্শ উচ্চ বিদ্যা‌ল‌য়ে বা‌র্ষিক ক্রিয়া প্র‌তি‌যো‌গিতা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত

  প্রতিনিধি 31 January 2025 , 8:46:38 প্রিন্ট সংস্করণ

 

 

‌মোঃ হাছান আহমাদ ভূঁইয়া

‌জেলা প্র‌তি‌নি‌ধি (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপ‌জেলাধীন ০৭ নং বামনী ইউ‌নিয়‌নের স্বনামধন্য শিক্ষা প্র‌তিষ্ঠান বামনী আদর্শ উচ্চ বিদ্যা‌ল‌য়ে বা‌র্ষিক ক্রিয়া প্র‌‌তিযো‌গিতা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

 

২৯ ই জানুয়ারী বুধবার সকাল ০৯ টায় বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গ‌নে অত্র প্র‌তিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হুমায়ুন ক‌বি‌রের সভাপ‌তি‌ত্বে এবং হায়দারগঞ্জ ম‌ডেল স্কু‌লের আই‌সি‌টি শিক্ষক জনাব জিয়া উ‌দ্দি‌নের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠা‌নের উ‌দ্ভোধন করা হয় এ‌তে প্রধান অ‌তি‌থি‌তে হি‌সে‌বে উপ‌স্থি‌ত ছি‌লেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব ইমরা‌ন খান ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নিজাম উ‌দ্দিন ভূঁইয়া , রায়পুর উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ তৌ‌হিদুল ইসলাম , ও রায়পুর উপ‌জেলা মাধ্য‌মিক শিক্ষা অ‌ফিসের একা‌ডে‌মিক সুপারভাইজার জনাব মোঃ মাঈন উ‌দ্দিন , এছাড়াও আ‌রো উপ‌স্থিত ছি‌লেন , রায়পুর উপ‌জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জনাব মিজানুর রহমান মাসুদ ভূঁইয়া , বি‌শিষ্ট সমাজ সেবক জনাব জা‌কির হো‌সেন পাটওয়ারী সহ অত্র প্র‌তিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং বর্তমান ও সা‌বেক ছাত্র ছাত্রী বৃন্ধ ।

উক্ত অনুষ্ঠা‌নে ভি‌বিন্ন ধর‌নের ক্রিয়া প্র‌তি‌যো‌গিতা ও নৃত্য এবং সংগীত প‌রি‌বেশনার মাধ্য‌মে অনুষ্ঠা‌নের সমা‌প্তি হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ