আন্তর্জাতিক

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪১ মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 1 February 2025 , 6:12:07 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষের পর এ পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির অগ্নিনির্বাপণ ও ইএমএস প্রধান জন ডোনেলি এ তথ্য জানান। খবর আনাদোলু এজেন্সির।

 

 

তিনি জানান, বুধবার মাঝ আকাশে ভয়াবহ সংঘর্ষের পর পোটোম্যাক নদী থেকে ৪১টি মৃতদেহ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। এ ছাড়া ভুক্তভোগীদের মধ্যে ২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৮টি পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে তার দল।বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং উভয়টি পোটোম্যাক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ক্রু, যাত্রী ও সেনাসহ ৬৭ জনই নিহত হয়েছেন।

 

 

ডোনেলি বলেন, আমরা আশা করছি সমস্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে। দলগুলো এখনও কাজ করছে। আবহাওয়ার কারণে অনুসন্ধান প্রচেষ্টা সামান্য ধীর হতে পারে। তবে আমরা এখানে সমস্ত ইউনিট, সমস্ত লোক, সব ধরনের সরঞ্জাম নিয়ে কাজ করছি।বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের সাথে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয় এবং উভয়টি পোটোম্যাক নদীতে পড়ে যায়। এ ঘটনায় ধারণা করা হচ্ছে ক্রু, যাত্রী ও সেনাসহ ৬৭ জনই নিহত হয়েছেন।

 

 

ডোনেলি বলেন, আমরা আশা করছি সমস্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে। দলগুলো এখনও কাজ করছে। আবহাওয়ার কারণে অনুসন্ধান প্রচেষ্টা সামান্য ধীর হতে পারে। তবে আমরা এখানে সমস্ত ইউনিট, সমস্ত লোক, সব ধরনের সরঞ্জাম নিয়ে কাজ করছি।প্রসঙ্গত, রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

 

 

মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মাঝ আকাশে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় তাদের একটি হেলিকপ্টার জড়িত ছিল।

 

 

আমেরিকান এয়ারলাইন্স নিশ্চিত করেছে, বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। অপরদিকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ ফ্লাইটে থাকা হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে