প্রতিনিধি 1 February 2025 , 4:07:12 প্রিন্ট সংস্করণ
জামাল কাড়াল বরিশাল।
বরিশাল দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, চাল, সেলাই মেশিন বিতরণ করা হয়।জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর কাশিপুর নিজস্ব কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায়। বরিশাল জেলা প্রশাসন থেকে প্রাপ্ত জি.আর চাল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ থেকে প্রাপ্ত সাদাছড়ি এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সেলাই মেশিন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জি.আর চাল সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া, সাদাছড়ি তাদের চলাচলের স্বাধীনতা বৃদ্ধি করবে এবং সেলাই মেশিন তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশার আলো হয়ে উঠেছে বলেন উপস্থিত অতিথিরা।