অপরাধ

টেকনাফে বিপূল ইয়াবা বোঝাই ট্রলারসহ মালিক আটক :-নদীতে লাফ দিয়ে নিহত-১

  প্রতিনিধি 2 February 2025 , 3:54:23 প্রিন্ট সংস্করণ

 

 

জামাল উদ্দীন :-

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে মাদকের চালান বোঝাই ট্রলার ধাওয়া করে কোস্টগার্ড-র‌্যাব সদস্যরা যৌথ অভিযানে ১লাখ ৬০হাজার ইয়াবা নিয়ে ট্রলারসহ মালিককে গ্রেফতার করেছে। এসময় নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টাকালে ১জন নিহত হয়েছে।

 

জানা যায়, ১লা ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে মাদকের চালান আনার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ কোস্টগার্ড আউট পোস্ট এবং কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল যৌথভাবে অভিযানে বের হয়। কিছুক্ষণ পর নাফনদীর শূণ্যরেখা অতিক্রম করে মায়ানমার হতে আসা ১টি ট্রলারকে সন্দেহজনক মনে হলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক বোঝাই ট্রলারটি পালানোর চেষ্টা করে। এসময় ট্রলারে থাকা শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার মৃত ছৈয়দ হোছনের পুত্র আব্দুস শফি (৪৫) নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মাদকের চালান বোঝাই ট্রলারটি নিয়ন্ত্রণে নিয়ে নদীতে ভেসে থাকা শফিকে মূর্মুষাবস্থায় উদ্ধার করে এবং ট্রলারে থাকা শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার নুরুল আমিনের ছেলে এবং ট্রলার মালিক হেলাল উদ্দিন (৪৫) কে গ্রেফতার পূর্বক ১লাখ ৬০হাজার পিস ইয়াবার চালান জব্দ করে। এরপর নাফনদী হতে মূমুর্ষাবস্থায় উদ্ধার করা শফিকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ