প্রতিনিধি 5 February 2025 , 7:33:08 প্রিন্ট সংস্করণ
কাউসার আহমেদ নয়ন, (হালুয়াঘাট প্রতিনিধি):
হালুয়াঘাটের নাগলা বাজারে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে যাত্রী সাধারণ।
হালুয়াঘাটের নাগলা বাজার চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ বাসস্টেশন। এখানে বাহিরশিমুল ও শাকুয়াই ছাড়াও দুর দূরান্ত থেকে প্রতিদিন শত শত যাত্রী দূরপাল্লার বাসে করে শহরের দিকে যাতায়াত করে এবং শহর থেকে প্রতিদিন অসংখ্য যাত্রী গাড়ি থেকে নামে।
গাড়ি থেকে নেমেই অনেক যাত্রীর টয়লেটের প্রয়োজন হয়। পুরুষেরা মসজিদে যেতে পারলেও মহিলারা কোথাও যেতে পারে না। কোনো উপায় না পেয়ে এলাকার বিভিন্ন বাসা বাড়ির দিকে যেতে দেখা যায়। যে কারণে অনেক বাড়ির মালিকেরা নানা ধরনের কথা শুনিয়ে থাকেন।
এ বিষয়ে নাগলার দূরপাল্লার বাসের টিকেট কাউন্টারের সাথে যোগাযোগ করলে জানান যে, আমাদের এখানে শহরমুখী যাত্রীরাই আসেন, যার মধ্যে অসুস্থ নারী, পুরুষ ও শিশু থাকেন। অনেক সময় যাত্রীরা টয়লেটের খোঁজ করেন। এখানে কোনো টয়লেট না পেয়ে পাশের বাসা বাড়িতে যান। এতে বাড়িওয়ালারাও বিভ্রান্ত হন।
রতন নামের একজন যাত্রী বলেন, হালুয়াঘাট ও ধারা বাজারেও পাবলিক টয়লেট আছে। নাগলাতে নেই। হালুয়াঘাট ও ধারা বাজার যেমন গুরুত্বপূর্ণ, নাগলাও অধিক গুরুত্বপূর্ণ স্থান। এখানে টয়লেটের প্রয়োজনে কোথাও যাওয়া যায় না। তাছাড়া এখানে কয়েকটি বড় বড় মার্কেট থাকলেও নেই কোনো টয়লেটের ব্যবস্থা।
জামাল নামের একজন যাত্রী বলেন, এখানে টয়লেট থাকা খুবই জরুরি, ব্যবহারের বিনিময়ে আমরা টাকা দিয়ে ব্যবহার করবো। এতে এক বা একাধিক লোকের কর্মসংস্থানও হবে।
যাত্রী সাধারণের কথা বিবেচনা করে কর্তৃপক্ষের কাছে দ্রুত টয়লেট স্থাপনের দাবী স্থানীয় লোকসহ সাধারণ যাত্রীদের।