খেলার খবর

সাতক্ষীরায় পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  প্রতিনিধি 5 February 2025 , 3:54:31 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা:

 

সাতক্ষীরায় পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। ০৫ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা মোঃ মোকবুল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরা ডাঃ রোকেয়া আখতার, এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ হাসানুর রহমান, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেন, সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এ সময় অতিথি মহোদয়গণ বেলুন ও ফেস্টুন, পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর গঠন ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন, খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে ০৮ টি দল নিয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন পুলিশ অফিস টিম বনাম সদর সার্কেল টিম।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ