প্রতিনিধি 5 February 2025 , 3:57:44 প্রিন্ট সংস্করণ
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি,প্রতিনিধি:
নলছিটি উপজেলার পশ্চিম সুবিদপুর গ্রামে বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়া পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে।
৫ জানুয়ারি বুধবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঢেউটিন ও কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর সকাল ৬টার দিকে ওই গ্রামের আইয়ুব আলী হাওলাদারের বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ কমপক্ষে ১৫(পনের) লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির।