খেলার খবর

জীবনের সঙ্গী’র বিদায়ে স্মৃতিকাতর রোনাল্ডো

  প্রতিনিধি 7 February 2025 , 12:20:22 প্রিন্ট সংস্করণ

খেলাধুলা

 

দুজনের গোলউদযাপন এতটাই প্রানবন্ত হয়ে উঠেছিল যে, এক ‍মুহূর্তের জন্য ভ্যাবাচেকা খেয়ে যেত যে কেউ, ‘গোলটা আসলে করেছে—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি মার্সেলো?’ রিয়াল মাদ্রিদের সেই জুটি একসময় থেমেছে। রোনাল্ডো অনেক আগে মাদ্রিদ ছেড়ে সৌদি আরবে থিতু হয়েছেন। মার্সেলো কয়েক দেশ ঘুরেও পারেননি।

 

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক ভিডিওতে অবসর ঘোষণা করেন ৩৬ বর্ষী মার্সেলো। প্রিয়বন্ধুকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ভোলেননি সিআরসেভেন। নিজের গোলের পেছনে যার অবদান অনেক বেশি সেই মার্সেলোকে ‘ভাই’ ডেকেছেন, বলেছেন বন্ধুও।

 

ব্রাজিল থেকে মার্সেলো রিয়ালে আসেন ২০০৭ সালে। এর দুই বছর পর ইংল্যান্ড কাঁপানো ক্রিশ্চিয়ানো আসেন স্পেনের মাদ্রিদে। সেই ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রিয়ালে। জমা হয়েছে কত স্মৃতি। তার কিছুটা প্রকাশ করেছেন রোনাল্ডো।

 

মার্সেলোকে বিদায়ী বার্তা জানিয়ে রোনালদো লেখেন, ‘আমার ভাই, কী অবিশ্বাস্য তোমার ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর অর্জন করেছি, জিতেছি এবং অবিস্মরণীয় সব মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি কিছু, আমার জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে সকল ক্ষেত্রেই তোমার মঙ্গল কামনা করছি।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ