অন্যান্য

ভূরুঙ্গামারীতে জামায়াতের দিনব‍্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

  প্রতিনিধি 8 February 2025 , 6:49:32 প্রিন্ট সংস্করণ

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির ও দিনব‍্যাপী  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী ফাযিল ডিগ্রি মাদ্রাসা হলরুমে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই কর্ম সূচি চলে। এতে ভূরুঙ্গামারী উপজেলা ও কচাকাটা থানার ১৪টি ইউনিয়নের বিভিন্ন  ইউনিট ও ওয়ার্ডের প্রায় ২৫০ জন দায়িত্বশীল অংশ গ্রহন করে।

জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন ফারুকী।

আমন্ত্রিত  অতিথিদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ‍্যাপক মমতাজ উদ্দিন ও সাবেক কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার  উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, আলোচনা পেশ করেন কুড়িগ্রাম জেলার সহকারি সেক্রেটারি শাহজালাল সবুজ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও দ্বীনি যোগ্যতা অর্জনের পাশাপাশি দাওয়াতি চরিত্র নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির নিকট ইসলাম ছাড়া আর অন্য কোন আদর্শ নেই।

এসময় উপজেলা সেক্রেটারি অধ‍‍্যাপক আনোয়ার হোসেনসহ উপজেলা কর্মপরিষদ সদস‍্য ও রোকনরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ