অন্যান্য

পটুয়াখালীতে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  প্রতিনিধি 10 February 2025 , 7:22:33 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি

 বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর স‘ন্ত্রা‘সী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রে‘ফতার এবং দৃষ্টা‘ন্তমূলক শা‘স্তির দাবিতে মানববন্ধন করেছে পটুয়াখালীর গনমাধ্যমকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের আয়োজনে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, গনঅধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের বিভিন্ন উপজেলা শাখার সহকর্মীবৃন্দ।
জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম পটুয়াখালীর সভাপতি কাজল বরণ দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহআলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাতুল কবির, গলাচিপা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা আগামী ৩ দিনের মধ্যে হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে জেলাপ্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে মিরন ঢাকা থেকে কুয়াকাটা ফিলিং স্টেশনের সামনে এসে পৌছান। পরে গাড়ি থেকে নেমে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলে তাকে হ‘ত্যা‘র উদ্দেশ্যে এলোপাথাড়ি কু‘পি‘য়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় দুর্বৃ‘ত্ত,রা। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ