অন্যান্য

নলছিটিতে মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন।

  প্রতিনিধি 12 February 2025 , 11:12:51 প্রিন্ট সংস্করণ

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শেখ আব্দুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন।
১২ ফেব্রুয়ারী বুধবার সকালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শাখার,লছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং অনুরাগ দাখিল মাদ্রাসার মেধাবী কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল,ক্রেস্ট ও সনদ তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক বাকসু এজিএস শেখ নেয়ামুল করিম সহ অতিথিবৃন্দ।এসময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শাখার প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ নেয়ামুল করিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এস এম রেজাউল করিম,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম।আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক কামালউদ্দীন তালুকদার,সজল চক্রবর্তী,মাওলানা সোলাইমান হোসেন,আবুল কালাম আজাদ,জাকির হোসেন,শাহনাজ বেগম,মাহফুজা লিজা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এস এ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হাসান।এসময় অনুষ্ঠানের অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদেরকে তাদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়ার ও মানুষের মতো মানুষ হওয়ারও তাগিদ দেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ