সারাদেশ

সাতক্ষীরা সীমান্ত থেকে বিজিবির হাতে ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

  প্রতিনিধি 12 February 2025 , 3:08:35 প্রিন্ট সংস্করণ

মোঃ দেলোয়ার হোসেন

 

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন (বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় ৭ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে।

 

বুধবার(১২ ফেব্রুয়ারি) বিজিবির বিভিন্ন বিওপি—কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

৩৩ ব্যাটালিয়ন (বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ, আগরবাতি, শাড়ি ও বোরকা আটক করে। বিজিবি জানায়, আটককৃত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ