
কাজী আনোয়ার হোসেন(স্টাফ রিপোর্টার)
অ্যাম্বুলেন্সে মধ্যে করে অভিনব কায়দায় মাদক পরিবহনের অভিযোগে রাজধানী থেকে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেপুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টায় চানখারপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে ঢাকামহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, জোহরা বেগম (৩০), ফেরদৌস আকন্দ (৩২), সোহাগ হোসেন মাতব্বর (৩৯) ও শাহাজালাল শেখ (৪০)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, বুধবার বিকেলআনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ওই অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোপন সংবাদের মধ্যেমে গোয়েন্দা পুলিশ অ্যাম্বুলেন্সে টিকে নজর দারি করে চাঁনখারপুল এলাকায় আসলে তাদের তল্লাশি করে প্রথমে তারা অ্যাম্বুলেন্সেজরুরি রোগী আছে বলে চলে যেতে চাই কিন্তু পুলিশ রোগী অবস্থা দেখতে চাইলে তারা তা দেখাতে পারে না।পরে অ্যাম্বুলেন্সেথাকা চারজনকে আটক করা হয়।
এ সময় অবৈধ গাঁজা পরিবহনের অভিযোগে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগথানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে কৌশলেঅ্যাম্বুলেন্সে করে রোগী সেজে ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।