অন্যান্য

প্রতারক নাজমুল গ্রেফতার শ্রীপুরে 

  প্রতিনিধি 16 February 2025 , 6:33:10 প্রিন্ট সংস্করণ

 

বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ (এমসি বাজার) এলাকায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের এমসি বাজার থেকে তাকে আটক করা হয়।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিপাকে ফেলছিলেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ থাকায় ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেন। শ্রীপুর এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী শাহজাহান বাদশাহ্’র করা এক প্রতারণা মামলায় তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

 

 

এ বিষয়ে শ্রীপুর থানার এএসআই মিজানুর রহমান জানান, “নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে এবং আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

 

দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শাহজাহান বাদশা।

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ