প্রতিনিধি 17 February 2025 , 3:56:20 প্রিন্ট সংস্করণ
তোফাজ্জল ইসলাম —– সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির নতুন এক্সরে মেশিন। রোববার এই মেশিন দিয়ে এক্সওে সেবার উদ্ধোধন করা হয়। সংশ্লিষ্টরা আন্তরিক থাকলে হাসপাতালের চিকিৎসা সেবা বিশেষ করে এক্সরে নির্ভর সেবা উন্নত হবার সুযোগ হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার- কর্মচারীরা।
এক্সরে সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী আলী হোসেন বললেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন এটাই প্রথম। এই এক্সরে মেশিনের মূল্য প্রায় এক কোটি টাকা। এটি দিয়ে যেকোনো ধরনের এক্সরে করা যাবে। মেশিনের ডাবল ডিটেক্টর থাকাতে এক্সপোজ দেওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই ছবি চলে আসবে। এরপর দ্রুততার সঙ্গে রোগীকে প্রিন্ট প্রদান করা যাবে। স্বাভাবিকভাবে এসব মেশিন কমপক্ষে ১০ বছর সার্ভিস দেয়। আশাকরছি আরও বেশি সময় ব্যবহার করা যাবে।
শহরের বিলপাড় এলকা থেকে সোমবার এক্সরে সেবা নিতে তার শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন লিটন তালুকদার। বললেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে আসার কয়েক মিনিটের মধ্যে এক্সরে সেবা দেওয়া হয়েছে। আমি মনেকরি সুনামগঞ্জবাসী এই অত্যাধুনিক এক্সরেমেশিন পেয়ে উপকৃত হবে।
হাসপাতালের এক্সরে টেকনেশিয়ান আফজালুর রহমান বললেন, আমরা আন্তরিকভাবে সেবা দেয়ার চেষ্টা করবো। সোমবার সকাল দশটা পর্যন্ত ২০ টি এক্সরে হয়েছে। এখনো অনেক রোগী লাইনে আছেন। দিনে এই মেশিনেই কেবল ৩০ জনের এক্সরে করা সম্ভব।
হাসপাতালের তত্তাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন বললেন, হাসপাতালে এক্সরে সেবা অনেকদিন বন্ধ ছিল। আমরা বিব্রত হতাম। গণমাধ্যমেও একাধিক সংবাদ হয়েছে। দুইমাস হয় পুরাতন একটি মেশিন মেরামত করে কিছু কিছু এক্সরে করা হচ্ছিল। রোববার থেকে অত্যাধুনিক মেশিন দিয়ে সার্ভিস দেওয়া শুরু হয়েছে। টেকনিশিয়ানের জন্যও আবেদন করা হয়েছে। এক্সরে ফিল্মের কোন সংকট নেই। সেবা প্রদানকারীরাও আন্তরিক। রোববার ১২টার পর থেকে ৪০ টি এক্সরে করেছেন তারা।