প্রতিনিধি 17 February 2025 , 4:03:32 প্রিন্ট সংস্করণ
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়তায় নলছিটি উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেছে উপজেলা মৎস দপ্তর।
১৭ ফেব্রুয়ারী সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্তরে নিবন্ধিত ১৬ জন জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুস সালাম,উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি,যুবদল নেতা রুস্তম শরীফ সহ অন্যান্য গম্যমান ব্যক্তিবর্গ।
এসময় বকনা বাছুর পেয়ে সুফলভোগী জেলেরা বলেন,ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা নদীতে নামি না,সে সময় খুব অর্থাভাবে আমাদের দিন কাটে।সরকার কিছু চাল দেয় কিন্তু তাতে পুরো পরিবার চলে না।এই গরুর বাছুরটি পালন করে বড় করে বিক্রি করতে পারলে আমরা লাভবান হতে পারব।’এবছর গরুর বাছুরও সাস্থ্য ভালো দিয়েছে’ বলেও মন্তব্য করেন সুফলভোগী জেলেরা।