অন্যান্য

মাটিরাঙ্গার গোমতিতে বিএনপি নেতার   পাহাড়িদের ভূমি বেদখলের অভিযোগ!

  প্রতিনিধি 18 February 2025 , 5:04:16 প্রিন্ট সংস্করণ

 

এস চাঙমা সত্যজিৎ

বিশেষ সংবাদদাতাঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নে মো. জসিম নামের এক বিএনপি নেতা কর্তৃক স্থানীয় পাহাড়ীদের ভূমি বেদখলের অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগীরা হলেন- ১. লাল ভুষন ত্রিপুরা (৬২) ও ২. বরেন্দ্র ত্রিপুরা (৬৬)। তারা উভয়ে মাটিরাঙা উপজেলার গোমতী ইউনিয়নের কেওয়া পাড়ার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি’র গোমতি ইউনিয়নের নেতা সেটলার মো. জসিম দীর্ঘদিন ধরে লাল ভুষন ত্রিপুরা ও বরেন্দ্র ত্রিপুরার বাগানের জায়গা বেদখল করার চেষ্টা করে আসছে। এ নিয়ে আদালতে মামলা হয়। গত জানুয়ারী মাসে আদালত লাল ভুষন ত্রিপুরা ও বরেন্দ্র ত্রিপুরার পক্ষে রায় দেয় এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতে ও সামাজিকভাবেও পাহাড়ীদের পক্ষে রায় দেওয়া হয়। কিন্তু এই আদালত ও সামাজিকভাবে দেওয়া রায় অমান্য করে মো. জসিম তার গংদের নিয়ে পুনরায় জায়গাটি বেদখল করার চেষ্টা করছে। গত ১৩ ফেব্রুয়ারী ভূক্তভোগীরা নিজেদের বাগান থেকে গাছ কাটতে গেলে বিএনপি নেতা জসিমের নেতৃত্বে ৬/৭ জন সেটলার তাদেরকে বাধা প্রদান করে।

 

এ নিয়ে গতকাল (১৬ ফেব্রুয়ারী) পাহাড়ী ও বাঙালি উভয়ে মিলে আবারো বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় গোমতী বাজারে সালিশ বৈঠক হয়। তবে জসিম গংরা বিচার নিষ্পত্তি না করেই সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।

 

এদিকে, জোরপূর্বক বেদখল ও পাহাড়ীদের উপর সাম্প্রদায়িক হামলা করার ষড়যন্ত্র চলছে বলে পাহাড়ীনা আশঙ্কা প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ঘটনাটি ঘটেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

 

 

এস চাঙমা সত্যজিৎ

বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ