অন্যান্য

জেলা পুলিশ পঞ্চগড়ের কিট প্যারেড অনুষ্ঠিত

  প্রতিনিধি 19 February 2025 , 8:54:43 প্রিন্ট সংস্করণ

শাহিনুর রহমান 
পঞ্চগড় প্রতিনিধি
অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকাল ৯:০০ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি জেলা পুলিশের সদস্যদের উত্তম পোষাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া, যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে তা সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন
পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. শফিকুল ইসলাম
আরআই, পুলিশ লাইন্স, পঞ্চগড় জনাব মিজানুর রহমান চৌধুরী
আরও-১, রিজার্ভ অফিস, পঞ্চগড়
অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এ ধরনের কিট প্যারেড নিয়মিত আয়োজন করা হবে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ