অন্যান্য

দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

  প্রতিনিধি 21 February 2025 , 6:16:10 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক:

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিদ্যালয়ের শহীদ মিনারে সবাই একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যাতে নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের চেতনা সম্পর্কে আরও সচেতন হতে পারে।

আরও খবর

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

অক্টোবরের ১৮ দিনে ডেঙ্গুতে প্রাণহানি ৭৪ জন

৭নাং মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দোয়া অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অভয়নগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুরে কামারডাঙ্গায় বড় পরিসরে দুইদিন ব্যাপি  কালীপূজা অনুষ্ঠিত

                   

জনপ্রিয় সংবাদ