অন্যান্য

শার্শায় ছিনতাইকারীদের আঘাতে চিকিৎসাধীন অবস্হায় যুবকের মৃত্যু

  প্রতিনিধি 22 February 2025 , 7:02:16 প্রিন্ট সংস্করণ

 

জিল্লুর রহমান 

 

নারিশ ফিড কোম্পানীতে চাকরিরত রোকন (৪৫) ডিউটিকালীন ৮ লক্ষ ৫৫ হাজার টাকা নিয়ে ১৯ শে ফেব্রুয়ারী দুপুরের সময় মোটরসাইকেল যোগে বাগআঁচড়ায় ফিরছিলেন।

 

প্রতিমধ্যে উলাশীর কুচিমোড়া নামক স্হানে পৌছালে ৪ জনের একটি ছিনতাইকারী দল রোকনের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে উক্ত টাকা ও মোটরসাইকেল টি ছিনিয়ে নেয়।

এসময় পথচারীরা উক্ত ছিনতাইকারী দলকে গতিরোধ করলে ২ জন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হলেও বাকী ২ জনকে ধরে ফেলে পুলিশে সোপর্দ করে।

রোকনকে গুরুত্বর আহত অবস্হায় উদ্ধার করে প্রথমে নাভারণ সরকারী হাসপাতাল পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হলে ২১ শে ফেব্রুয়ারী শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রোকনের মৃত্যু হয়।

রোকন যশোরের শার্শা উপজেলা বাগআঁচড়া ১ নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে।মৃত্যুকালে রোকন, মা,স্ত্রী, ২ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পুলিশ সূত্রে বলছে, খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎখনিক ঘটনাস্হলে গিয়ে জনতার আটককৃত ২ জন ডাকাতকে নিজেদের জিম্মায় নিয়ে জিগ্গাসাবাদ সূত্রে অভিযান পরিচালনা করে অপর ২ জন ডাকাতকে মোটরসাইকেল ও ৮লক্ষ ৩ হাজার টাকা দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে কোর্ট, হাজতে প্রেরন করে।

 

রোকনের মৃত্যুর ঘটনায় তার পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ