প্রতিনিধি 1 October 2024 , 8:37:18 প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে একটি এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বাসহ তিন নারী দগ্ধ হয়েছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।
স্থানীয়রা জানায়, গত রোববার থেকে একটি এলপি গ্যাসের ট্যাংকার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিলো। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা নারীরা আহত হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আবু সাঈদ সজীব বলেন, ভর্তি তিনজনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।