অন্যান্য

জামালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি 28 February 2025 , 10:12:33 প্রিন্ট সংস্করণ

তোফাজ্জল ইসলাম
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
সূত্র জানায়, শনিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে দুই ব্যক্তি এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তিনি জামালগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ আসার আগেই সঙ্গে আসা দুই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে জানা যায়, মৃত যুবকের নাম রাসেল মিয়া (১৩), তিনি জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামের সাহিদ আলীর ছেলে। পালিয়ে যাওয়া দুই ব্যক্তির পরিচয়ও জানা গেছে—তারা একই গ্রামের আকাশ ও হুসাইন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ