প্রতিনিধি 2 March 2025 , 10:09:37 প্রিন্ট সংস্করণ
তোফাজ্জল ইসলাম
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে স্প্রীড ব্রেকার স্থাপন এর দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জগন্নাথপুর -পাগলা – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে নাদামপুর পয়েন্টে এলাকায় শাহপরান মডেল হাইস্কুল ও মোশারফ আলী প্রি-ক্যাডেট স্কুল এর সামনে স্প্রীড ব্রেকার স্থাপন এর দাবীতে ১ লা মার্চ রোজ শনিবার এই দুই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক -শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে নাদামপুর পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, শাহজালাল মহাবিদ্যালয় এর প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, শাহপরান মডেল হাইস্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন ও শিক্ষক নোমান আহমেদ সাদী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন নাদামপুর, মজিদপুর, ঘোড়ারগাঁও গ্রামবাসী, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক জনসাধারণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জগন্নাথপুর -পাগলা-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে প্রায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। এই সড়কের নাদামপুর পয়েন্ট এলাকায় স্প্রীড ব্রেকার না থাকায় স্কুল শিক্ষার্থী, পথচারী ও যানবাহন আরোহী যানবাহন দুর্ঘটনায় মৃত্যু বরন সহ অনেকেই আহত হয়েছেন। এই পয়েন্ট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিধায় স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর জানমালের নিরাপত্তার স্বার্থে নাদানপুর পয়েন্ট এলাকায় অর্থাৎ শাহপরান মডেল হাইস্কুলের সামনে এই সড়কে স্প্রীড ব্রেকার স্থাপন এর জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর হতে কঠোরত কর্মসূচি দিতে বাধ্য হব।