প্রতিনিধি 2 March 2025 , 10:29:50 প্রিন্ট সংস্করণ
রিটন কুমার নাথ
শনিবার (১মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়নের জন্য সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সু শাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী, সিনিয়র সহ-সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক মংশেনুক মারমা, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে, দেশের নারী ও শিশুদের নিরাপত্তা দিন দিন অবনতি হচ্ছে এছাড়া সাধারণ জনগণ ও আজ আতঙ্কিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ঘর থেকে বের হয়ে নিরাপদে চলাফেরা করতে এখন সাধারণ জনগণ খুব ভয় পাচ্ছে।
এ সময় বক্তারা দ্রুত সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং দেশের নরাজ্য সৃষ্টিকারী সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
” সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীর গণতন্ত্রের রক্ষা কবজ ”
এই স্লোগানে আনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বান্দরবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।